পানি সম্পদ প্রতিমন্ত্রীর কাছে সহযোগিতা কামনা করেছেন বিসিসির ৯ কাউন্সিলর

ঢাকায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বরিশাল সিটি করপোরেশনের ৯ জন ওয়ার্ড কাউন্সিলর। এসময় তারা প্রতিমন্ত্রীর কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
রোববার বিকেলে সংসদ ভবন কার্যালয়ে এই সাক্ষাতের সময় একজন সাবেক কাউন্সিলর এবং কয়েকজন যুবলীগ নেতা ও সাবেক ছাত্র নেতা উপস্থিত ছিলেন।
নগরীর ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রানা জানান, গত রোববার বিকেলে সংসদ ভবনের কার্যালয়ে সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের সঙ্গে সাক্ষাত করেন বরিশাল সিটি করপোরেশনের ৯ জন কাউন্সিলর। এরা হলেন নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমীর হোসেন বিশ্বাস, ৪ নম্বর ওয়ার্ডের তৌহিদুল ইসলাম বাদশাহ, ১২ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন ভুলু, ২০ নম্বর ওয়ার্ডের জিয়াউর রহমান বিপ্লব, ২২ নম্বর ওয়ার্ডের আনিচুর রহমান দুলাল, ২৩ নম্বর ওয়ার্ডের এনামুল হক বাহার, ২৪ নম্বর ওয়ার্ডের শরীফ আনিছুর রহমান আনিছ, ২৬ নম্বর ওয়ার্ডের হুমায়ন কবির এবং ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ আহমেদ। এছাড়া ওই সাক্ষাতের সময় নগরীর ২৫ নম্বর ওয়র্ডের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ, মহানগর যুবলীগের সদস্য মিজানুর রহমান মিল্টন ও মো. মানিক হাওলাদার, ২৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জাহিদুল ইসরাম মান্নান, সাবেক ছাত্রলীগ নেতা এসএম আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
সাক্ষাতে বর্তমান ও সাবেক কাউন্সিলরসহ অন্যান্যরা বরিশাল নগরীর সার্বিক পরিস্থিতিসহ অবকাঠামো উন্নয়নে প্রতিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে বরিশাল আওয়ামী লীগসহ অন্যান্য সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সুসংগঠিত করার দাবি জানান। জবাবে প্রতিমন্ত্রী বরিশালের সার্বিক উন্নয়নে সম্ভব সব ধরনের উদ্যোগ নেয়ার কথা বলেন। প্রতিমন্ত্রী হতদরিদ্রদেরও সহযোগিতার আশ্বাস দেন বলে জানান তার ঘনিষ্ঠ অনুসারী ওয়ার্ড যুবলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান রানা।
এদিকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহর পরিষদের ৯ জন কাউন্সিলর সদর আসনের এমপির সঙ্গে সাক্ষাত করায় নগরীতে নানা গুঞ্জন চলছে। একই দলের এক শীর্ষ নেতার সঙ্গে তারা সাক্ষাত করলেও এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে চলছে বহু হিসেব-নিকেশ।